Priyo BD 71

Country Lovers

Responsive Ads Here

Visitors

Flag Counter

Saturday, September 16, 2017

"আমি তোমাকে তোমাকে ভালোবাসি"
৭০ ভাষায় শিখুন
 ১.বাংলা= আমি তোমাকে ভালবাসি।
    ২.ইংরেজি = আই লাভ ইউ।
    ৩.ইতালিয়ান = তি আমো।
    ৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।
    ৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।
    ৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।
    ৭.জার্মান = ইস লিবে দিস।
    ৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।
    ৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।
    ১০.ফার্সি = দুস্তাত দারাম।
    ১১.তিউনিশিয়া = হাহে বাক।
    ১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।
    ১৩.লাতিন = তে আমো।
    ১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।
    ১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।
    ১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।
    ১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।
    ১৮.জুলু = মেনা তান্দা উইনা।
    ১৯.তুর্কি = সেনি সেভিউর ম।
    ২০.মহেলি = মহে পেন্দা।
    ২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।
    ২২.সহেলি = নাকু পেন্দা।
    ২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।
    ২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)।
    ২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।
    ২৬.চেক = মিলুই তে।
    ২৭.পোলিশ = কোচাম গিয়ে।
    ২৮.পর্তুগিজ = ইউ আমু তে।
    ২৯.বসনিয়ান = ভলিম তে।
    ৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।
    ৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।
    ৩২.আলবেনিয়া = তে দুয়া।
    ৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।
    ৩৪.চাইনিজ = ওউ আই নি।
    ৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।
    ৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।
    ৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।
    ৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।
    ৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে), এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।
    ৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে), ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।
    ৪১.গ্রিক = সাইয়াগাপো।
    ৪২.চেক = মিলুই তে।
    ৪৩.বর্মিজ = চিত পা দে।
    ৪৪.পোলিশ = কোচাম গিয়ে।
    ৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।
    ৪৬.ব্রাজিল = চিতপাদে।
    ৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।
    ৪৮.জাপানি = কিমিও আইশিতের।
    ৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়।
    ৫০.ফার্সি = ইয়ে তাইমে।
    ৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।
    ৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।
    ৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে), এক হাত যাও লিফ (মেয়ে ছেলেকে)।
    ৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।
    ৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।
    ৫৬.স্লোভাক = লু বিমতা।
    ৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।
    ৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।
    ৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।
    ৬০.বুলগেরিয়া = অবি চামতে।
    ৬১.আলবেনিয়া = তে দাসরোজ।
    ৬২.গ্রিক = সাইয়াগাফু।
    ৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।
    ৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম।
    ৬৫.লেবানিজ = বহিবাক।
    ৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।
    ৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।
    ৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু।
    ৬৯.আরবি = আনা বেহিবাক (ছেলে মেয়েকে), আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।
    ৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।
   
আপনি ভালোবাসি বলতে পারেন আপনার মাতৃভাষায়। তাই বলে অন্যান্য ভাষায় ভালোবাসি কিভাবে বলতে হয় সেটা জানতে দোষ নেই, আবার অন্যকে জানাতেও দোষ নেই।

Friday, September 15, 2017

ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর
খেলতো ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর

#হাসান-হোসেন খেলতো কোথায় কোন সে খেজুর বনে
পাথর-কুচি কাঁকর ল'য়ে দুম্বা শিশুর সনে
সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর

#মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা
দেখিয়ে দে সে বেহেশত আমায় রাখরে আমার কথা
তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর

#কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবী
তুই কাঁদিস কোথায় বুকে ধ'রে সেই নবীজীর গোর
-(কাজী নজরুল ইসলাম)

Wednesday, September 13, 2017

জাতীয় পাখি দোয়েল আর্টস ছবি
আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল



Monday, September 11, 2017

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়





ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।

আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।

-কাজী নজরুল ইসলাম-
হেরা হ’তে হেলে দুলে
নুরানী তনু ও কে আসে, হায়!
সারা দুনিয়ার হেরেমের পর্দা
খুলে খুলে যায়-
সে যে আমার কামলীওয়ালা
কামলিওয়ালা।।

তার ভাবে বিভোল রাংগা পায়ের তলে
পর্বত জংগল টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানী ফুল
ঝ’রে ঝ’রে যায়।।
সে যে আমার কামলিওয়ালা
কামলিওয়ালা।।

আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের অঁসু গলে ঝর্ণার পানিতে,
বিজলী চায় মালা হ’তে
পূর্ণিমা চাঁদ তাঁর মুকুট হ’তে চায়।
সে যে আমার কামলীওয়ালা
কামলিওয়ালা।।

-কাজী নজরুল ইসলাম-
 মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা
তুমি বাদশারও বাদশাহ কামলিওয়ালা।।

পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হ'ল পূন্য বেহেশতী নূরে উজালা।।

গুনাহগার উম্মত লাগি' তব
আজো চয়ন নাহি, কাঁদিছ নিরালা।।

কিয়ামতে পিয়াসী উম্মত লাগি,
দাড়ায়ে র'বে লয়ে তহুরার পিয়ালা।।

জ্বলিবে হাশর দিনে দ্বাদশ রবি,
নফসি নফসি কবে সকল নবী
ইয়া উম্মতি ইয়া উম্মতি একেলা তুমি,
কাঁদিবে খোদার পার আর্শ চুমি'-
পাপী উম্মত ত্রান তব জপমালা।।

করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,
তব গুণ গাহিল খোদ আল্লাহতায়ালা।।

-কাজী নজরুল ইসলাম-
আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।

আমার কিসের শঙ্কা,
কোরান আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।।

কালেমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার ধর্ম, হেলাল আমার খুর্শিদ।
'আল্লাহু আকবর' ধ্বনি
আমার জেহাদ- বাণী?
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।

আরব মেসের চীন হিন্দ মুসলিম- জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ এক দিল এক প্রান,
আমীর ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।

-কাজী নজরুল ইসলাম-
আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে
আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে
আরশ কুর্সী লওহ কলাম না চাইতেই পেয়েছে সে।।

রসুল নামের রশি ধ’রে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে, ভাই
দরিয়াতে সে আপনি মেশে।।

তর্ক করে দুঃখ ছাড়া কী পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখনা বারেক হযরতেমোর ভালবাসি?

এই দুনিয়ায় দিবা- রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস তাই পাবি হেথায়, আহমদ চান যদি হেসে।।

-কাজী নজরুল ইসলাম-

আমি তোমাকে ভালোবাসি ৭০ ভাষায় শিখুন

"আমি তোমাকে তোমাকে ভালোবাসি" ৭০ ভাষায় শিখুন   ১.বাংলা= আমি তোমাকে ভালবাসি।     ২.ইংরেজি = আই লাভ ইউ।     ৩.ইতালিয়ান = তি আমো...